ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

একলা চলো নীতি হবে আত্মঘাতী : ইনু

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একলা চলো নীতি হবে আত্মঘাতী : ইনু

কুষ্টিয়া সংবাদদাতা : বিএনপি-জামাত জঙ্গী চক্রের বিরুদ্ধে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি চৌদ্দ দল ও মহাজোটের ঐক্যের রাজনীতির কারণে। ঐক্যই পারে বিএনপি জামাতকে কোনঠাসা করে রাখতে।

বলেছেন প্রাক্তন তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

তিনি বলেন, সেই সফলতা যদি ধরে রাখতে হয় তাহলে ঐক্য ছেড়ে একলা চলো নীতি হবে আত্মঘাতি। ঐক্যই পারে জঙ্গীদের ধ্বংস করতে এবং জঙ্গী দমনের সুফলগুলো সংহত করতে ঐক্যের কোন বিকল্প নাই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে জাসদ সভাপতি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ২১আগস্টের খুনিদের পক্ষে ছাপাই গাওয়া চলছে। বাংলাদেশ বিপদমুক্ত নয়। যে ঐক্য জঙ্গী দমনে সাফল্য দিয়েছে সেই বিজয়টাকে ধরে রাখার জন্যে একলা চলা নীতি বাদ দিয়ে ঐক্যের নীতিটাকে আরও শক্তভাবে অনুসরণ করা উচিৎ। কারণ, ওরা কোনঠাসা হলেও রাজনৈতিকভাবে এখনও আত্মসমর্পণ করেনি। সেই হত্যাকান্ডে জড়িত খুনিদের পক্ষে ছাপাই গাওয়া ও আড়াল করার একটা অপচেষ্টা এখনও আছে।’

জাসদ সভাপতি ইনু আরও বলেন, ‘চামড়া শিল্প, পশু সম্পদ, ধান-চাল, পাটশিল্প কিংবা ডেঙ্গু- এসব বিষয়ের ব্যবস্থাপনায় যদি কেউ দুর্ভোগ সৃষ্টি করে থাকে তাহলে বর্তমান সরকার যেভাবে জঙ্গী দমনে কোন ছাড় দেয়নি ঠিক তেমনি এসব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রেহাই দেবেন না।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

 

রাইজিংবিডি/ কুষ্টিয়া/২২ আগস্ট ২০১৯/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়