ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেডিকেল ছাত্রকে কোপানোর দায়ে একজনের যাবজ্জীবন

ময়মনসিংহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেডিকেল ছাত্রকে কোপানোর দায়ে একজনের যাবজ্জীবন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে কোপানোর দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব সোমবার এই রায় ঘোষণা করেন। আসামি আবু সাঈদ লিমন কারাগারে রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিত কুমার সরকার বলেন, ২০১৪ সালের ১৪ জুন জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে প্রতিবেশী আবু সাঈদ লিমন দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিয়েও পুরো সুস্থ হতে পারেননি। এখন ত্বকী পঙ্গু অবস্থায় জীবন-যাপন করছেন।

ঘটনার দুই দিন পর ত্বকীর বোনের স্বামী কবির হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।


রাইজিংবিডি/ময়মনসিংহ/১৬ সেপ্টেম্বর ২০১৯/মাহমুদুল হাসান মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়