ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগি লাইনচ‌্যুত : ময়মনসিংহ-ঢাকা রেল চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগি লাইনচ‌্যুত : ময়মনসিংহ-ঢাকা রেল চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ-ঢাকা রেলপথে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বগিটি লাইনচ‌্যুত হয়। পরে বেলা ১২টার দিকে আবার রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বগিটি লাইনের উপরে ওঠাতে সক্ষম হয় উদ্ধারকারীরা।

এদিকে এই ঘটনায় ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি। সেটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।




রাইজিংবিডি/ময়মনসিংহ/১৭ সেপ্টেম্বর ২০১৯/মিলন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়