ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাস্তা যেনো মৃত‌্যুফাঁদ!

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তা যেনো মৃত‌্যুফাঁদ!

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মৌলভীবাজারের চৌমুহনা-মাতারকপন আঞ্চলিক মহাসড়ক যেনো মৃত‌্যু ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।

চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা। খানাখন্দে ভরপুর এ সড়কটি যাত্রী ও চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ।

রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াত। বিশেষ করে চক্ষু হাসপাতাল, পাসপোর্ট অফিস, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও বি.এফ শাহীন কলেজে যাতায়াত করতে এই সড়কটিই ব‌্যবহার করতে হয়। সেজন‌্য এসব প্রতিষ্ঠানে যাতায়াতকারীদের বিড়ম্বনা ও ঝুঁকিতে পড়তে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঝে মাঝে সড়কের গর্তগুলো সংস্কার করা হয়। কিন্তু স্থায়ীভাবে সংস্কার হচ্ছে না। অনেক যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এতে যানবাহন ও মানুষের ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইমন খাঁন বলেন, ‘জরুরী ভিত্তিতে এসব রাস্তা সংস্কারসহ রাস্তায় জমে থাকা পানি নিস্কাশনের জন্য ড্রেন তৈরি করতে হবে।’

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের কলেজে যাতায়াত করতে হয়। এমন ভাঙাচোরা রাস্তা দিয়ে একবার গেলে দ্বিতীয়বার যেতে ইচ্ছে হয় না। সড়কটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।’

টমটম চালক সোহেল আহমদ বলেন, ‘ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে মন চায় না। পেটের দায়ে গাড়ি নিয়ে বের হতে হয়। ভাঙ্গাচোরা রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া রাস্তা খারাপ হওয়ায় গাড়ি মাঝে মাঝেই খারাপ হয়ে পড়ে। এ কারণে বারবার যন্ত্রাংশ বদলাতে হয়। এতে প্রচুর আর্থিক ক্ষতি হয়ে যায়।’

মৌলভীবাজারের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মো. শাহরিয়ার আলম বলেন, ‘প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী সপ্তাহের ভেতরে সংস্কার কাজ শুরু হবে।’


মৌলভীবাজার/সাইফুল্লাহ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়