ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আদালতে মিন্নির ছবি তুলেছেন রহস্যময় নারী! (ভিডিও)

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতে মিন্নির ছবি তুলেছেন রহস্যময় নারী! (ভিডিও)

আলোচিত রিফাত হত্যা মামলার ধার্য্য তারিখ গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে মিন্নির ছবি তোলা ও ভিডিও করেছেন এক রহস্যময় নারী। কালো বোরখায় ঢাকা ওই নারীকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন আয়শা সিদ্দিকা মিন্নির পরিবার।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের বক্তব্য অনুসারে ভিডিও ফুটেজে সেই নারীর অস্তিত্ব খুঁজে পেয়েছেন গণমাধ্যম কর্মীরা। আদালতে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী ওই নারীর উপস্থিতি ও ছবি তোলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমি মিন্নিকে নিয়ে আদালত থেকে বের হতে হওয়ার সময় গণমাধ্যকর্মীদের পাশাপাশি বোরখা পরিহিত একজন নারী মিন্নির কাছে গিয়ে ছবি তোলেন ও ভিডিও করতে থাকেন। মিন্নিকে নিয়ে সকাল ১০টার সময় যখন আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিলাম। কিন্ত আদালতের হাজিরায় দেরি হবে জেনে এজলাসের পাশের একটি কক্ষে অপেক্ষা করছিলাম। সে সময়ও বোরখা পরিহিত ওই নারী আমাদের আশপাশে ঘোরাফেরা করছিল।’

কিশোর বলেন, ‘কালো বোরখায় আবৃত, মুখ ঢাকা ও হাতে পায়ে মোজা পরিহিত ওই নারীর হাতে একটি ব্যাগ ছিল। দেখলে একজন পর্দাশীল ধর্মপ্রাণ নারী মনে হলেও তিনি যেভাবে মিন্নির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন, তাতে যে কারো সন্দেহ হওয়ার কথা। নারী ছিলেন, নাকি কোনো পুরুষ বোরখা পরে নারী সেজে মিন্নিসহ আমার পরিবারে ক্ষতি কারার উদ্দেশ্যে এসেছিলেন সেটা জানা দরকার। পুলিশকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।’

গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও চিত্রেও মিন্নির বাবা কিশোরের বর্ণিত এক নারীর অস্তিত্ব পাওয়া যায়। হাতে খয়েরি রংয়ের একটি ব্যাগ, কালো বোরখাবৃত, কালো কাপড়ে মুখ ঢাকা ওই নারীকে মিন্নির খুব কাছ থেকে ছবি তুলতে অথবা ভিডিও করতে দেখা যায়। সে সময় তার হাতে কালো কাভারের একটি স্মার্টফোন ছিল।

বুধবার সকালে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্বপালনে থাকা কয়েকজন সংবাদকর্মীও ওই নারীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

সে সময় রাসেল নামের একজন সংবাদকর্মী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা যখন মিন্নির ছবি তুলছিলেন তখন হাতে পায়ে পা মোজাসহ বোরখাবৃত এক নারীও সকলের ভিড় ঠেলে মিন্নির খুব কাছে গিয়ে ছবি তুলতে থাকেন।’

বাংলা ভিশনের বরগুনা প্রতিনিধি শহিদুল ইসলাম স্বপ্ন বলেন, ‘সকালে আদালত এলাকায় একজন বোরখাবৃত একজন নারীকে ঘোরাফেলা করতে দেখেছি। যখন মিন্নি বাবার সাথে এজলাস থেকে বের হন তখন হাতে পায়ে মোজাসহ বোরখা পরিহিত সর্বাঙ্গ ঢেকে রাখা ওই নারী মিন্নির খুব কাছে গিয়ে ভিডিও করতে থাকেন।’

চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘পেশাগত দায়িত্বপালনের জন্য ওইসময় আমি আদালতে গিয়েছিলাম। বোরখা পরিহিত ওই নারীকে দেখে মনে হয়েছে তিনি একজন পর্দাশীল ধার্মীক নারী। কিন্তু মিন্নির ছবি তোলার সময় তিনি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা বেশ সন্দেহজনক। তাই বোরখাবৃত রহস্যময় ওই মানুষটি কে তা জানা জরুরী। ’

তিনি আরো বলেন, ‘কারামুক্ত হওয়ার আগ থেকেই মিন্নির বাবা মেয়ের নিরাপত্তাহীনতাসহ হুমকির কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। গতকালের ওই ঘটনাটি মিন্নির নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি করল। এ ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণসহ বোরখা পরিহিত ওই মানুষটিকে খুঁজে বের করে তার পরিচয় নিশ্চিত করবেন বলে প্রত্যাশা করি।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। গণমাধ্যম কর্মীদের কাছে আজই এ ঘটনা শুনেছি। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’


বরগুনা/রুদ্র রুহান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়