ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রোজিনা বেগম যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, রোজিনা বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়