ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নীলফামারীতে বখাটের ৬ মাসের কারাদণ্ড

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীলফামারীতে বখাটের ৬ মাসের কারাদণ্ড

নীলফামারীর ডোমার উপজেলার নবম শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছ্নে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা। দণ্ডপ্রাপ্ত দিপু রায় (২২) উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া রমনীপাড়া এলাকার সীতারাম রায়ের ছেলে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুপুরে মহিলা কলেজ সংলগ্ন সড়কে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে বখাটে দিপু। এ সময়ে এলাকাবাসী দিপুকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিপু রায়কে কারাদণ্ড দেন। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।


নীলফামারী/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়