ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশালে ডেঙ্গু জ্বরে আরও এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ডেঙ্গু জ্বরে আরও এক জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। মৃত পারভিন বেগম (৩৬) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ফাইজুল হকের স্ত্রী।

আজ শুক্রবার রাত ৮টায় দিকে তিনি মারা যান। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলো ৯ জন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, পারভিন বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ১ টায় হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি হন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তিনি রাত ৮টার দিকে মারা যান। তার রক্তের হিমোগ্লাবিন ও প্লাটিলেট খুবই কমে গিয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১জন ও হাসপাতাল ছেড়েছেন ২৩জন।  শুক্রবারে হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ‌্যা দাাঁড়িয়েছে ৮০ জনে, তাদের মধ‌্যে পুরুষ ৩৯ জন, নারী ১৯ জন এবং শিশু ২২জন।


বরিশাল/জে. খান স্বপন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়