ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিফাত হত্যা মামলা: পরবর্তী তারিখ ৩১ অক্টোবর

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিফাত হত্যা মামলা: পরবর্তী তারিখ ৩১ অক্টোবর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পরবর্তী তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬, অক্টোবর) মামলার তারিখে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়।

এছাড়া চার্জশিটভুক্ত পলাতক আসামি নাইমকে গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

জামিনে থাকা সাত নম্বর আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও বাবার সাথে আদালতে উপস্থিত হয়ে নিয়মিত হাজিরা দেন।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে পলাতক রয়েছে আরও দুইজন আসামি। তারা হলেন- মামলার অভিযুক্ত মুছা এবং নাইম। আর এ মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলূ জানান, পলাতক আসামি নাইমের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আদেশ দিয়েছে আদালত এবং আসামি রিফাত ফরাজী ও টিকটক রিদয়ের জামিনের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

রুদ্র রুহান/বরগুনা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়