ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক ১

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক ১

ঘুষ নেয়ার সময় দুদকের কাছে হাতেনাতে আটক হয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে তাকে আটক করা হয়।

গোপনসূত্রে খবর পেয়ে জামালপুর জেনারেল হাসপাতালে অভিযান চালায় দুদক। ঘুষ নেয়ার সময় অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কাজী গোলাম মোস্তফা খোকনের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২৭ হাজার ও আলমারি থেকে ৭০ হাজারসহ মোট ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদকের আঞ্চলিক সমন্বয় অফিস টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, ২৪ জন নার্সের বিনোদন ভাতার ফাইল আটকে রেখে জনপ্রতি এক হাজার পাঁচশ’ টাকা করে মোট ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকন।

এ ছাড়া প্রাপ্ত বাকি টাকা কোন খাত থেকে ঘুষ নেওয়া হয়েছে, এ বিষয়ে তদন্ত করা হবে। কাজী গোলাম মোস্তফা খোকনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।


জামালপুর/সেলিম আব্বাস/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়