ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আশুলিয়ায় ১০ টন পলিথিন জব্দ

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় ১০ টন পলিথিন জব্দ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পরিবেশ দূষণীয় পলিথিন রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার বাইপাইল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় বিভিন্ন দোকানে মজুদ করে রাখা পলিথিন সরবরাহের দায়ে মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও মো. তাকবিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়। সেগুলো পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম।


সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়