ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে ‘৩৩৩’-এ কল দিয়ে বাল্য বিয়ে বন্ধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে ‘৩৩৩’-এ কল দিয়ে বাল্য বিয়ে বন্ধ

হবিগঞ্জর বাহুবল উপজেলায় স্থানীয় এক ব্যক্তি ‘৩৩৩’-নম্বরে কল দিয়ে বাল্য বিয়ের কথা জানালে প্রশাসন সেই বিয়ে বন্ধ করে দিয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার মানিকপুর গ্রামের জুলহাস মিয়ার মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সীমা আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিল। পারভেজ হোসাইন নামে এক ব্যক্তি ‘৩৩৩’ নম্বরে মোবাইল ফোন থেকে কল দিয়ে বিষয়টি জানান।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা হকের নিদের্শক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তথ্যকেন্দ্র থেকে তথ্যসেবা কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ঘটনা যাচাই বাছাই শেষে সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার মিছিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে বাবা-মাতা মুচলেকা দেন।

 

হবিগঞ্জ/মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়