ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত

নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে যান্ত্রিক দুর্ঘটনায় নিরঞ্জন সাহা নিরু (৫৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

রোববার রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিরঞ্জন সাহার বাড়ি লালপুর উপজেলার মধুবাড়ি গ্রামে। বাবার নাম বৈদ্যনাথ সাহা।

লালপুর থানার ওসি সেলিম রেজা রাইজিংবিডিকে জানান, রোববার রাত ১২টা ১৫ মিনিটের দিকে যান্ত্রিক ত্রুটির কারণে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের বেগাজ কেরিয়ারে বেগাজ জমা হয়ে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়।

এসময় সেখানে কর্মরত নিরঞ্জন সাহা জমা বেগাজ খালি করতে গেলে হঠাৎ করে বেগাজ কেরিয়ারের চেইন চালু হয়ে যায়। পরে তিনি বেগাজ কেরিয়ারের চেইনে জড়িয়ে পড়ে্ন। এ অবস্থায় কর্মরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিরঞ্জন সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মিলে রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ থাকে ।

ঘটনার পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের ঘটনাস্থল পরির্দশন করেন এবং নিরঞ্জন সাহা এর বাড়ীতে যায় এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

এবিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম প্রশাসন (এডিএম) আনোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, নিরঞ্জন কুমার সাহা নিরুর মৃত্যু একটি দুর্ঘটনা। তার মৃত্যুতে মিলের কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী সকলেই শোকাহত। শোকাহত পরিবেশের কারণে চার ঘণ্টা মিলে আখ মাড়াই বন্ধ ছিল। সকাল থেকে আবার মিলে মাড়াই শুরু হয়েছে।


নাটোর/আরিফুল ইসলাম/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়