ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বুলবুলে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলবুলে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা সবাই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা। তবে এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

সোমবার রাত ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীর সদর সংলগ্ন বাহাদুরপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন নদীতে মাছ শিকারের পর চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি শেষে চরফ্যাশনের তোফায়েল মাঝির ট্রলার নিয়ে ২৪ জেলে চাঁদপুর থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা হন।

রোববার সকালে ট্রলারটি মেঘনা নদীতে আসলে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডুবে যায়।  এ সময় ১৩ জেলে নদী সাঁতরে তীরে উঠেন। পরবর্তীতে রাতে খবর পেয়ে কোস্টগার্ডের একটি অভিযানিক দল ঘটনা স্থান থেকে খোরশেদ মাঝি নামের এক জেলের লাশ উদ্ধার করেন।  তবে তখন ট্রলারটির খোঁজ মিলেনি।  আরো জেলে ওই ট্রলারে ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানিয়েছেন, সোমবার রাতে ডুবে যাওয়া ট্রলারটি ভেসে উঠে মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর বাহাদুরপুর সংলগ্ন এলাকা। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ট্রলারটি থেকে ৯টি লাশ উদ্ধার করে।


বরিশাল/জে খান স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়