ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্য হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৩০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্য হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী যদুরচরে বন্য হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ইদ্রিস আলী (২৩) বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার থেকে ভারত সীমান্তবর্তী যদুরচর গ্রামে বন্য হাতির পাল অবস্থান করছে। হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় গ্রামের লোকজন বাড়ির আশপাশে তার টাঙিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

বন্য হাতির পাল দেখতে শুক্রবার রাতে যদুরচর এলাকায় যান ইদ্রিস আলী ও তার বন্ধুরা। এ সময় বন্য হাতি তাড়া করলে অন্যদের সঙ্গে ইদ্রিস আলীও দৌঁড় দিয়ে পালানোর সময় তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে পাশের ডোবায় পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জামালপুর/সেলিম আব্বাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়