ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিমানবন্দরের ডাস্টবিনে মিললো ১২ সোনার বার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানবন্দরের ডাস্টবিনে মিললো ১২ সোনার বার

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের ডাস্টবিন থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার বিকেলে এ তথ্য জানান বিমানবন্দর কাস্টমসের সুপার আজগর আলী। উদ্ধার হওয়া এসব সোনার বারের ওজন প্রায় ১৪০০ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টার দিকে পরিচ্ছন্নকর্মীরা সোনার বারগুলো দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন। পরে সেখান থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। পাচারের চেষ্টায় ব্যর্থ কোনো যাত্রী এসব সোনার বার সেখানে ফেলে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সোনার বারের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

কাস্টমসের সুপার আজগর আলী জানান, শনিবার সকালে তিনটি ফ্লাইট ছিল। এ ফ্লাইটগুলোর কোনো যাত্রী চোরাচালানে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যিনি গ্রীন চ্যানেল পার হতে পারবেন না ভেবে ডাস্টবিনে এ সব ফেলে গেছেন।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়