ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলে, আটক ২৬

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলে, আটক ২৬

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বেড়েছে। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে তারা লুট করে নিয়ে যাচ্ছে এদেশের মৎস্য সম্পদ।

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকারকালে নৌবাহিনীর হাতে শনিবার বিকেলে আটক হয়েছেন ২৬ জন ভারতীয় জেলে। এরা মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ শিকার করছিলেন।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এফবি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল নামের দুইটি ফিসিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ তাদের আটক করতে সক্ষম হয়। সন্ধ্যায় আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

মোংলা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আহাদ বলেন, ‘বঙ্গোপসাগরের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এঘটনায় নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার মোঃ ইমান আলী বাদী হয়ে আন্তর্জাতিক সমুদ্র আইনে আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছেন।’

আটককৃতদের রোববার বাগেরহাটের কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। আটক এসব জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়।

 

টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়