ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি, পাঁচজনের কারাদণ্ড

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি, পাঁচজনের কারাদণ্ড

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খাই হাওরের ২৭ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি হিরন মিয়া, ২৮ নম্বর পিআইসির সভাপতি এমরান হোসেন, ২৯ নম্বর পিআইসির সভাপতি রুহুল আমীন, ৩০ নম্বর পিআইসির সভাপতি মো. আমিরুল ইসলাম, ৩২ নম্বর পিআইসির সভাপতি সুয়েজ নুর। একই হাওরের ৩১ নম্বর পিআইসির সভাপতি জুবায়েল আহমদকেও আটক করা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার খাই হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ২৭ থেকে ৩২ নম্বর প্রকল্পের কাজে ত্রুটি থাকায় এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে এর আগে উপজেলা নির্বাহী কমকর্তা এবং হাওরে বাঁধ নির্মাণে প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়নে গঠিত উপজেলা কমিটির সভাপতি জেবুন নাহার সতর্ক করেছিলেন। ত্রুটিগুলো সংস্কার করে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শেষ করার তাগিদ দিয়েছিলেন তিনি। কিন্তু গতকাল সোমবার দুপুরে তিনি ওই প্রকল্পগুলোর কাজ পরিদর্শনে গিয়ে পুরনো ত্রুটিগুলো আবার দেখতে পান। এ সময় তিনি ওই ছয়টি প্রকল্পের সভাপতিকে আটক করতে পুলিশকে নির্দেশ দেন। পরে তাদের উপজেলা পরিষদের নিয়ে আসা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ৩১ নম্বর পিআইসির সভাপতির কাজ কিছুটা ভালো হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেবুন নাহার বলেন, ওই ছয়টি প্রকল্পের লোকজনকে বারবার তাগিদ দেয়ার পরও তারা ঠিকমতো কাজ করেনি। তাদের কাজে অনেক ত্রুটি ছিল। এ কারণে পাঁচজনকে সাজা দেয়া হয়েছে। একজনের কাজের অগ্রগতি কিছুটা ভালো হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাঁধের কাজে যারা অনিয়ম বা অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠনো হয়েছে।


সুনামগঞ্জ/আল আমিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়