ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সালমান শাহর মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমান শাহর মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৃত্যুর প্রায় ২৪ বছর পর আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

সোমবার এ প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় সালমান শাহের পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। সন্ধ্যায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহ ভবনে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন তার মামা আলমগীর কুমকুম। তিনি এ সময় এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। একই সঙ্গে আদালতের রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

আলমগীর কুমকুম বলেন, ‘‘প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করা যায় না। এটা ভিতরের ব্যাপার। প্রতিবেদন প্রকাশ হয়েছে, রায় নয়। রায় দেবেন আদালত। আমরা রায়ের অপেক্ষায় থাকলাম। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা, বিশ্বাস আছে।’’

তিনি বলেন, ‘‘এখানে অনেক প্রশ্নের উত্তর নেই। রুবী সুলতানার ব্যাপারে যিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি আমাদের আত্মীয় নন; তিনি সালমান শাহের স্ত্রী সামিরার আপন মামি। উনি কয়টা ভিডিও ভাইরাল করছেন। পিবিআইর কাছে প্রশ্ন, তারা কয়টা ভিডিও দেখেছেন? আমার কাছে সবগুলো আছে। পরিষ্কার ভাষায় সামিরার মামি বলছেন- লাশ ঘরে রেখে তার ছেলের কাছে তিনি (সামিরার মামি) একটা বড় পুটলা দিয়েছেন। আমার (কুমকুম) প্রশ্ন, এই পুটলার মধ্যে কী ছিল? পিবিআই কি খোঁজ করে দেখেছে? এটা গুরুত্বপূর্ণ।’’

আলমগীর কুমকুম প্রশ্ন তুলে বলেন, ‘‘আমাকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, আমাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সামিরার বাবাই সব প্রশ্নের উত্তর কেন দিলেন?’’

তিনি বলেন, ‘‘তৎকালীন ডিবির ডিসি বজলুর করিম পরিষ্কার বলেছিলেন- ‘এটি আত্মহত্যা’। তবে গত বছর তিনি টিভিতে ইন্টারভিউয়ে বলেছিলেন- ‘লাশ যেহেতু পুলিশ নামায়নি, সেহেতু সুরতহাল রিপোর্টে গড়মিল থাকতে পারে। তার জানা নেই’। তাহলে আপনি (বজলুর) কে আত্মহত্যা ঘোষণা দেয়ার।’’

আলমগীর কুমকুম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘‘আমাকে তৃতীয়মাত্রার (জনপ্রিয় টকশো) টেবিলে বসান। আর রুবী সুলতানা, সামিরা, তার বাবা, বজলুর করিম এবং একজন অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসকে আনেন। আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে সালমান শাহর ভক্তরা, সালমান শাহর পরিবার শান্ত হবে।’’

তিনি এও বলেন, ‘‘রুবী সুলতানা আমেরিকা থেকে যদি মেডিকেল সার্টিফিকেট দিয়ে থাকেন- তিনি মানসিক অসুস্থ। তাহলে তা টিভিতে প্রকাশ করা হোক। আমি এনে দিতে পারবো তার সার্টিফিকেট সঠিক, না জাল।’’

পিবিআইর প্রতিবেদনে সামিরার বাবা খুশি হয়েছেন। তিনি তার মেয়েকে নির্দোষ বলেও দাবি করেছেন- এ প্রসঙ্গে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, ‘‘সামিরার বাবা আপ্রাণ চেষ্টা করে যাবেন, তিনি মেয়েকে কীভাবে সেভ করবেন। উনি খুশি হবেন রায়ে। সালমান শাহর পরিবার কি খুশি হতে পারে? আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি- ইমন (সালমান) যদি আত্মহত্যা করে থাকে, মেনে নেবো। কিন্তু এত প্রমাণ থাকার পরেও আমি এটা মানছি না।’’

সম্প্রতি টঙ্গীতে একটি রিসোর্টে সালমান শাহর ভাস্কর্য স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘সালমান শাহ মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ব্যবসায়িক খাতিরে রিসোর্ট করে যেখানে সিনেমা নাটক হবে, সেখানে পরিবারের অনুমতি না নিয়ে তার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।’’

তিনি বলেন, ওই লোক (রিসোর্টের মালিক) বক্তব্য দিয়েছেন- বঙ্গবন্ধুরও ভাস্কর্য হয়। বঙ্গবন্ধুর সঙ্গে সালমান শাহর তুলনা হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ হতো না। তাছাড়া এটি ইসলামবিরোধ। ইসলামের খাতিরে এটি ভেঙে ফেলার দাবি জানান তিনি।




ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়