ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত বেড়ে ৫

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।  

সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আপন নামে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার সাকলে ও তার চাচা হিরন মারা যান।

তারা হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। 

হিরন মিয়ার ভাগিনা কাউছারের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

কিরনের ভায়রা মোস্তফা খান ও বোন জামাই ইলিয়াস এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ সকাল ৮টায় সাহেবপাড়া এলাকার কবরস্থানে অন্যান্য সদস্যদের পাশে আপনকে জানাজা শেষে কবর দেয়া হয়। হিরনের লাশ ঢাকা থেকে আনার পর দুপুরে একই কবরস্থানে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার।

গত ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় গ্যাসলাইন বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে আটজন দগ্ধ হয়।

ঘটনার দিন নূরজাহান বেগম এর একদিন পর তার বড় ছেলে কিরন মিয়া ও কিরন মিয়ার ছেলে আবুল বাসার ইমন, তার ছোট ভাই আপন, চাচা হিরন মারা যায়।



নারায়ণগঞ্জ/রাকিব/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়