ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেটেই ফেলা হলো শতবর্ষী গাছটি (ভিডিও)

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেটেই ফেলা হলো শতবর্ষী গাছটি (ভিডিও)

বট গাছটি কেটে ফেলা হচ্ছে, তবে তার সম্মানার্থে স্থানটির নাম বটতলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজারের তিন রাস্তার মোড়ে এই বট গাছটি শত বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়েছিল। উন্নয়ন কাজের স্বার্থে গাছটি কর্তনের সিদ্ধান্ত নেয় শায়েস্তাগঞ্জ পৌরসভা। তবে স্মৃতি রক্ষার্থে জায়গাটির নামকরণ করা হয় ‘পুরানবাজার বটতলা’।

শায়েস্তাগঞ্জ থানার সামনে থেকে নতুন ব্রিজ পর্যন্ত ওয়ানওয়ে সড়ক নির্মাণ কাজ করতে গিয়ে শর্তবষী বট গাছটি কর্তন শুরু হলে স্থানীয়দের নানা প্রশ্ন দেখা দেয়। তারা এ গাছের স্মৃতি রক্ষায় এ স্থানটিকে বটতলা নামকরণের দাবি তোলেন। বিষয়টির প্রতি গুরুত্ব দেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।

পৌরমেয়র ছালেক মিয়া জানান, সবার দাবির প্রতি সম্মান রেখে এ স্থানটিকে বটতলা নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে পুরানবাজার এলাকায় আরো কয়েকটি বটবৃক্ষের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা শতবর্ষী বট গাছটি কর্তন করছে। স্থানীয়রা দাঁড়িয়ে দেখে নানামুখী আলোচনা করছে। এ সময় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি জানান, এ গাছটির বয়স কমপক্ষে ১০০ বছর হবে। সওজের এক কর্মচারী গাছটি লাগিয়েছিলেন। গরমে এ গাছের ছায়ায় লোকজন স্বস্তি পেতেন। উন্নয়নে স্বার্থে এ গাছটি কেটে ফেলা হলো।




মামুন চৌধুরী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়