ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মনোনয়ন জমা দিতে শো-ডাউন নয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়ন জমা দিতে শো-ডাউন নয়

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে কোন ধরনের মিছিল বা শো-ডাউন না করতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

সিএমপির উপ-কমিশনার (পিআর এন্ড আইসিটি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম চলবে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানকালে যে কোন ধরনের মিছিল বা শো-ডাউন করা যাবে না।

তাই নির্বাচনী আচরণ বিধি মেনে মনোয়নপত্র জমা দেয়ার সময় রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং এর আশেপাশের এলাকায় যে কোন ধরনের মিছিল, শো-ডাউন, যানবাহনের বহর কিংবা পাঁচজনের বেশি সমাবেশ না করতে প্রার্থী ও সমর্থকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়