ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন ডিসি

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন ডিসি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কর্মসূচীতে দিনভর ব্যস্ত থাকার পর রাতে ক্ষুধার্ত পথের কুকুরদের খাবার দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পিরোজপুর ইউথ সোসাইটির তরুনদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ক্ষুধার্ত কুকুরদের নিজ হাতেই খাবার দেন তিনি।

জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মত পিরোজপুরও সাধারণ ছুটিতে। শহরের হোটেল ও দোকানপাট বন্ধ থাকায় কুকুরদের খাদ্য সংকট দেখা দিয়েছে । তাই স্থানীয় এ তরুনদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় থাকা ক্ষুধার্ত কুকুরদের খাবার দেয়া হয়েছে ।

জেলা প্রশাসকের কুকুরদের খাবার দেয়ার ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে।অনেকেই এমন উদ্যোগের প্রশংসা করেছেন।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটিকেও ধন্যবাদ জানিয়েছেন।

 

কুমার শুভ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়