ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলো পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলো পুলিশ

করোনাভাইরাস মোকাবিলায় ময়মনসিংহে স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে স্থানীয় এসকে হাসপাতালের নার্সদের জন্য ১৫টি পিপিই হস্তান্তর করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী স্বাস্থ্যকর্মীদের হাতে এসব পিপিই তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হয়েছে।


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়