ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কলাপাড়ার দুজনের নমুনা আইইডিসিআরে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলাপাড়ার দুজনের নমুনা আইইডিসিআরে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুজনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কলাপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যে একজন নারী স্বাস্থ্যকর্মী ও অপরজন পল্লী বিদ্যুতের কর্মচারী। তাদের বয়স ২৫ বছর ও ৩৫ বছর।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ পর্যন্ত ১২৬ জন বিদেশ থেকে কলাপাড়ায় ফিরেছেন। তাদের মধ্যে ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে করেছেন ৯৮ জন। বাকি ছয়জন এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানিয়েছেন, যে দুজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।


কলাপাড়া (পটুয়াখালী)/ইমরান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়