ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাদ‌্যসামগ্রীসহ রিকশায় করে বাড়ি পৌঁছে দেওয়া হলো ভিক্ষুকদের

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ‌্যসামগ্রীসহ রিকশায় করে বাড়ি পৌঁছে দেওয়া হলো ভিক্ষুকদের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে তাদেরকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জুমআর নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় অসহায় ভিক্ষুকদের প্রচন্ড রোদে বাড়ি ফেরার বিষয়টিও আমলে নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পরে খাদ‌্য সহায়তা প্রদান শেষে রিকশা ভাড়া করে প্রত‌্যেককে বাড়ি পৌঁছে দেওয়ার ব‌্যবস্থা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, জুমআর নামাজের পর অন্তত ৫০ জন ভিক্ষুক উপজেলা পরিষদ জামে মসজিদের গেটে জড়ো হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাদের ব‌্যাপারে খোঁজ খবর নিয়ে খাদ্য সহায়তা দিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক তাৎক্ষণিক প্রকল্প কার্যালয় থেকে প্রত্যেক ভিক্ষুককে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে ডাল দেওয়া হয়।


রুমন চক্রবর্তী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়