ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত এই ৬২ জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮৮টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভাগে একদিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ৬ জন, ময়মনসিংহ মেডিক্যালের এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন, ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গৌরীপুর একজন ও ঈশ্বরগঞ্জে একজনসহ জেলায় ৬২ জন রয়েছে।

তিনি আরো বলেন, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন, জামালপুর জেলায় ২০৩ জন, নেত্রকোনা জেলায় ২১৬ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া, আরো ৪ জনের পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনের ফলোআপ পজিটিভ এবং অপর একজন গাজীপুর জেলার শ্রীপুরের।

বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন ১৩ জন।


মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়