ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাখি আকৃতির মিষ্টি আলু!

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাখি আকৃতির মিষ্টি আলু!

দেখতে পাখির মতো। কেউ কেউ বলছেন মোরগ বা মুরগির মতো। যাই হোক না কেনো জিনিসটি নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে বেশ কৌতুহল তৈরি হয়েছে। এটি একটি মিষ্টি আলু। ওজন প্রায় আড়াই কেজি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই গ্রামের নজরুল ইসলামের জমিতে ফলেছে আলুটি।

শুক্রবার (২৯ মে) নজরুল ইসলাম জমিতে চাষ করা মিষ্টিআলু তুলতে গিয়ে আলুটির সন্ধান পান।

নজরুল ইসলামের ছেলে অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার জমিতে মিষ্টিআলু তুলতে গিয়ে, মাটি খুঁড়ে প্রায় আড়াই কেজি ওজনের এ মিষ্টিআলুটি পেয়েছি। আলুটি আমরা সংরক্ষণ করে রেখেছি।’

অদ্ভুত আকৃতির এ আলুটি অনেকেই দেখতে যাচ্ছেন বলে জানান অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন।


সাইফুল্লাহ হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়