ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজের তৈরি ক্যাপ মাস্ক ব্যবহার করেন দিনমজুর আকবর

পীরগাছা (রংপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিজের তৈরি ক্যাপ মাস্ক ব্যবহার করেন দিনমজুর আকবর

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাই বাজার থেকে মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী কিনছেন। তবে কিছু মানুষের মাস্ক ও ক্যাপ কেনার সামর্থ নেই। তাদের অনেকেই নিজেরা মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তৈরি করে ব্যবহার করছেন। তেমনই একজন রংপুরের পীরগাছার দিনমজুর আকবর আলী। পুরাতন গেঞ্জির কাপড় দিয়ে ক্যাপ ও ক্যাপ তৈরি করে পরছেন তিনি।

শুক্রবার (২৯ মে) পীরগাছার পারুল ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন আকবর আলী। এ সময় তাকে এ ক্যাপ মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

আকবর আলী বলেন, ‘আমরা গরিব মানুষ, টুপি ও মাস্ক কেনার টাকা নাই। তাই বাড়িতে পুরাতন গেঞ্জির কাপড় দিয়ে একসাথে টুপি ও মাস্ক তৈরি করেছি। এটা তৈরি করতে তেমন খরচ নাই। শুধু সুঁই, সুতা ও চাকু হলেই চলে। এটি ব্যবহারেও সুবিধা আছে। নিজের তৈরি ব্যবহার করে ভালো লাগছে।’


পীরগাছা/জুয়েল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়