ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে করোনায় ১৩ র‌্যাব সদস্যসহ নতুন আক্রান্ত ৩১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে করোনায় ১৩ র‌্যাব সদস্যসহ নতুন আক্রান্ত ৩১

সিলেট জেলায় নতুন করে আরও ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১জন ইউপি চেয়ারম্যান, ১৩ জন র‌্যাব সদস্য এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এ নিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এই ৩১ জনের ফলাফল পজিটিভ আসে।

নতুন করে আক্রান্তদের মধ্যে  সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৩ র‌্যাব সদস্যসহ ১৮ জন, কানাইঘাট উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন, জকিগঞ্জ উপজেলার ৪ জন, বিয়ানীবাজার উপজেলার ৩ জন, গোলাপগঞ্জের ১জন এবং জৈন্তাপুরের ১জন রয়েছেন।

সিলেট জেলায় গত ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর থেকে এ সংখ্যা বেড়েই চলছে। শনিবার (৩০ মে) সকাল পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। আর মারা গেছেন প্রথম আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ১২ জন। সুস্থ হয়েছেন ৪৪ জন।

 

সিলেট/ নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়