ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জামালপুরে করোনায় শিক্ষকের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জামালপুরে করোনায় শিক্ষকের মৃত্যু

জামালপুরে শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।

নিহত মহিউদ্দিন সরিষাবাড়ির কোনাবাড়ি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি পৌর এলাকার মাইজবাড়ি গ্রামের মৃত কাদিম উদ্দিনের ছেলে।

ডা. মাহফুজুর রহমান সোহান জানান, শিক্ষক মহিউদ্দিন করোনা আক্রান্ত  হয়ে শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে তার দুই ছেলেও (কাউসার উদ্দিন ও কাফি উদ্দিন) শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের আইসোলেশনে ভর্তি আছেন। তবে তারা সুস্থ আছেন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সংশ্লিষ্ট কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মোতাবেক মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করা হবে।

 

সেলিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়