ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পানি বাড়ছে হবিগঞ্জের নদী ও হাওরে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পানি বাড়ছে হবিগঞ্জের নদী ও হাওরে

পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণে হবিগঞ্জ জেলার কালনী-কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে।  নদীর সাথে সংযুক্ত থাকায় পানি বাড়ছে হাওরেও।

পানি বেড়ে যাওয়ায় এ মুহূর্তে সবচেয়ে বিপদে হাওরবেষ্টিত আজমিরীগঞ্জ উপজেলার মানুষ।  এরই মধ্যে এতে প্লাবিত হয়েছে  আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল।  রাস্তাঘাট তলিয়ে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে এখানে।

স্থানীয়রা জানান, রোববার (১২ জুলাই) রাত থেকে আজমিরীগঞ্জের পাহাড়পুর-কাদিরগঞ্জ সড়কের নিকলীর ঢালার অংশ, আজমিরীগঞ্জ-কাকাইলছের সড়কের সৎসঙ্গ আশ্রম অংশ, ভাটি সমীপুর-কুমার হাটি রাস্তার বিভিন্ন অংশ দিয়ে পানি প্রবেশ করছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত জানিয়েছেন, তিনি হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।  নদীগুলোর পানি দ্রুত বেগে বাড়লেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি।  হাওরের রাস্তাগুলো নিচু হওয়ায় সেগুলো তলিয়ে যাচ্ছে।

এদিকে ভারি বর্ষণে পানি বৃদ্ধি অব্যহত বয়েছে।  হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালার ডুবা ব্রিজের নির্মাণ কাজ চলছে।  বিকল্প সড়কটিও ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।  এতে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ওই সড়কের যান চলাচল।  যদিও

রাস্তাটি সচল রাখতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগ।  তবে রাস্তাটি ডুবে গেলে ভোগান্তির শিকার হতে হবে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষকে।

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়