ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুনামগঞ্জে পানি কমছে, নিম্নাঞ্চলে ত্রাণ দিলেন এমপি শামীমা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুনামগঞ্জে পানি কমছে, নিম্নাঞ্চলে ত্রাণ দিলেন এমপি শামীমা

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির হচ্ছে। গত দুই দিন বৃষ্টিপাত কম হওয়ায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলা শহরের কাজিরপয়েন্ট, উকিলপাড়া, বড়পাড়া, ষোলঘর, সাহেববাড়ীঘাটসহ বিভিন্ন এলাকার পানি নামলেও এখনো জেলার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। পানিবন্দি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ব্রজনাথপুর, বাঘমারা, দুর্গাপুর, ধরেরকান্দা গ্রামের আট শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।

এসময় তিনি বলেন, ‘সরকার জনগণের পাশে সবসময় আছে। বন্যার্ত মানুষেরা না খেয়ে থাকতে দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও বাড়ি বাড়ি গিয়ে ঘরবন্দি মানুষদের খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে শুকনো খাবার সামগ্রী বিতরণ করছেন তারা। কোনো মানুষ না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়িত বন্যায় কবলিত মানুষদের খবরাখবর রাখছেন। তাদের জন্য খাবার পাঠিয়েছেন। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই দুযোর্গ কাঠিয়ে উঠতে পারবো। আমাদের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বন্যার্ত মানুষের পাশে আছেন।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, উপজেলার কৃষকলীগের আহ্বায়ক হুমায়ূন কবীর মৃধা, যুগ্ম-আহবায়ক রুকন মিয়া, আব্দুল কাহার, জামাল হোসেন প্রমুখ।

এ সময় তাদের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন দেওয়া হয়।

এর আগে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।


আল আমিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়