ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনায় দিনাজপুর পলিটেকনিকের সাবেক রেজিস্টারের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় দিনাজপুর পলিটেকনিকের সাবেক রেজিস্টারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্টার আব্দুল জলিল (৭৬)।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বলেন, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দেওয়ায় আব্দুল জলিলের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহকরা নমুনা গত ৯ জুলাই তার করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১২ জুলাই তারিখে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা তার মরদেহ দাফন করা হয়েছে।

 

 

এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়