ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে বঙ্গবন্ধু উৎসব শুরু শনিবার

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে বঙ্গবন্ধু উৎসব শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০১৭ শুরু হচ্ছে আগামীকাল শনিবার।

আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

উৎসবের আয়োজক হাসিবুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে সারা দেশে তথা বিশ্বে ছড়িয়ে দিতে মুজিব উত্সবের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সি নারী-পুরুষ এই উৎসবে অংশ নিয়ে বঙ্গবন্ধুর চেতনাকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে।

উক্ত মেলায় বঙ্গবন্ধুর চেতনাকে জাগিয়ে তোলার জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বই পড়া, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পাঠসহ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৭/আশরাফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়