ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০০ রান হলেই জিতবে শ্রীলঙ্কা!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০০ রান হলেই জিতবে শ্রীলঙ্কা!

ম্যাচের একটি দৃশ্য (ছবি : মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক : চতুর্থ দিন শেষ হয়েছে। দিনশেষে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার লিড ১৩৯ রানের। বাংলাদেশ চায় লঙ্কানদের ১৬০ রানের মধ্যে বেঁধে রাখতে। অন্যদিকে শ্রীলঙ্কা দল ২০০ রান হলেই সন্তুষ্ট। ২০০ এর মতো সংগ্রহ পেলে জয়ের জন্য ভালোভাবে লড়াই করতে পারবে স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে আসা সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘উইকেট এখনো খুব বেশি বদলায়নি। সাকিব এই পিচেও ভালো বল করছে। তার বিপক্ষে খেলাটা আসলে সহজ নয়। আমি মনে করি শেষ দিনেও ব্যাটসম্যানদের জন্য উইকেটটি এমনই থাকবে। ২০০ রান পেলেই আমরা সন্তুষ্ট থাকব। কারণ, আমরা টেল এন্ডারদের কাছে ২০০ এর বেশি রান আশা করতে পারি না। তবে তেমন কিছু হলে আমরা খুব খুশি হব।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে ১৪০ রানের কাছাকাছি লিড নিয়েছি। আমরা যদি ২০০ কিংবা তার কাছাকাছি যেতে পারি তাহলে ভালো। সেটা যদি না হয় তাহলে আমাদেরকে উইকেট নিতে হবে। আমাদেরকে অবশ্যই ইতিবাচক থাকতে হবে এবং স্ট্রাইক রোটেট করতে হবে। দেখা যাকে কিভাবে কী হয়। ২০০ এর বেশি রান খুবই ভালো স্কোর।’

শেষ বলে লাকমলের কা-ের বিষয়ে করুনারত্নে বলেন, ‘আসলে ওটা ছিল চতুর্থ দিনের শেষ বল। লাকমল মনে করেছে স্ট্যাম্পড হয়ে গেছে। তাই সে ড্রেসিং রুমের দিকে হাঁটতে শুরু করেছিল।’



রাইজিংবিডি/১৮ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়