ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইনার অব দ্য ম্যাচ বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইনার অব দ্য ম্যাচ বাংলাদেশ

মুশফিকের হাতে উইনার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সিরিজের কো স্পনসর ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) ফিরোজ আলম। (ছবি: বিসিবি)

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : রঙ্গনা হেরাথের ফুলটস বল। হাঁটু মুড়ে বসে সুইপ করলেন মেহেদী হাসান মিরাজ। স্কয়ার লেগ দিয়ে বল গেল সীমানার কাছে। দৌড়ে ২ রান নিলেন মিরাজ। ৪ উইকেটের জয় বাংলাদেশের।

সাথে সাথে বাংলাদেশ শিবিরে উল্লাস। বড় কিছু পাওয়ার আনন্দ। সত্যিই বড় কিছু অর্জন করেছে বাংলাদেশ। নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ জিতল শততম টেস্ট। এ জয়ে জয় বাংলা কাপে ১-১ ব্যবধানে সমতা আনে বাংলাদেশ।

সিরিজ ড্র হলেও কলম্বো টেস্টে জয় তুলে নেওয়ায় উইনার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের কো স্পনসর ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) ফিরোজ আলম।

বিদেশের মাটিতে এটি বাংলাদেশের চতুর্থ জয়। সব মিলিয়ে নবম। গত ছয় মাসে বাংলাদেশ শীর্ষ দুই দলকে হারাল। নতুনের কেতন উড়ানোর সময় এখনই।



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/১৯ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়