ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্ট খেলুড়ে দেশগুলোর শততম টেস্টের ফলাফল

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট খেলুড়ে দেশগুলোর শততম টেস্টের ফলাফল

মারুফ খান : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল ২০০০ সালের ২০ নভেম্বর। অভিষেকের ১৬ বছর ১২৫ দিন পরেই নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল শততম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার দখলে। নিজেদের টেস্ট অভিষেকের ১৮ বছর ১১৮ দিন পর শততম টেস্ট খেলেছিল তারা।

শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দল হিসেবে এমন কীর্তি গড়েছে টাইগাররা। 

চলুন এবার জেনে নিই নিজেদের ১০০তম ম্যাচে টেস্ট খেলুড়ে বাকি দেশগুলোর ফলাফল কী হয়েছিল।

ইংল্যান্ড : ১৯০৯ সালের ১ জুলাই লিডসে নিজেদের শততম টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। অভিষেক টেস্টের ৩২ বছর ১০৭ দিন পর নিজেদের শততম টেস্ট খেলতে নেমেছিল তারা। ম্যাচে ৯ উইকেটে হেরেছিল ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া : সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শততম টেস্ট খেলতে নামে অস্ট্রেলিয়া। ১৯১২ সালের ২৭ মে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। অভিষেক টেস্ট ম্যাচের ৩৫ বছর ৭২ দিন পরে শততম টেস্টটি খেলেছিল অজিরা। ম্যাচটিতে ইনিংস ও ৮৮ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা : নিজেদের শততম টেস্ট মোটেও সুখকর হয়নি দক্ষিণ আফ্রিকার। ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছিল তারা। অভিষেক টেস্টের ৫৯ বছর ৩৫৮দিন পর শততম টেস্ট খেলেছিল প্রোটিয়ারা। ১৯৪৯ সালের ৫ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পোর্ট এলিজাবেথে।

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬৫ সালের ৩ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শততম টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ১৭৯ রানে জিতেছিল তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কিংস্টনে। অভিষেকের ৩৬ বছর ২৫৩ দিন পর নিজেদের শততম টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারত : বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমেছিল ভারত। ১৯৬৭ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত হেরেছিল ১৩২ রানে। নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে ভারতের সময় লেগেছিল ৩৫ বছর ১৮ দিন।

নিউজিল্যান্ড : ১৯৭২ সালের ২৩ মার্চ নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলেছিল ব্ল্যাক ক্যাপসরা। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ড্র হয়েছিল। অভিষেক টেস্টের ৪২ বছর ৭৩ দিন পর শততম টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড।

পাকিস্তান : ১৯৭৯ সালের ১০ মার্চ নিজেদের শততম ম্যাচটি খেলেছিল পাকিস্তান। অভিষেকের ২৬ বছর ১৪৫দিন পর অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানে জিতেছিল পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে।

শ্রীলঙ্কা : নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ২০০০ সালের ১৪ জুন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে। ম্যাচটিতে শ্রীলঙ্কা হেরেছিল ৫ উইকেটে। নিজেদের টেস্ট অভিষেকের ১৮ বছর ১১৮ দিন পর শততম টেস্ট খেলেছিল তারা।

জিম্বাবুয়ে : ২০১৬ সালের ২৯ অক্টোবর হারারেতে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। অভিষেক টেস্টে ম্যাচের ২৪ বছর ২১ দিন পর শততম টেস্টে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ম্যাচটিতে ২২৫ রানে হেরেছিল স্বাগতিকর জিম্বাবুয়ে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/মারুফ খান/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়