ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিজেকে ভাগ্যবান মনে করছেন মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেকে ভাগ্যবান মনে করছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শনিবার কলম্বো পৌঁছান মাশরাফি। রোববার ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে পি. সারা ওভাল স্টেডিয়ামের অনুশীলন মাঠে ঘাম ঝরান । এরপর সোহান, শুভাগত ও সানজামুলদের নিয়ে মাশরাফি বাংলাদেশের ব্যাটিং দেখেন গ্যালারিতে বসে।

শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ড্রেসিং রুমে গিয়ে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুল করেননি মাশরাফি। বাংলাদেশ দলের দলীয় সংগীত,‘আমরা করবো জয়, আমরা করবো জয়’ সুরেও গলা মেলান সীমিত পরিসরের অধিনায়ক। শততম টেস্ট ম্যাচের শেষ মুহুর্তে দলের সঙ্গে থাকতে পেরে মাশরাফি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

সীমিত পরিসরের অধিনায়ক আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের অনুশীলন মাঠে সাংবাদিকদের বলেন,‘সবার জন্যই শততম টেস্ট ম্যাচটা জিততে দেখা আনন্দের ব্যাপার। আমরা ওয়ানডে খেলতে এসেছি, ড্রেসিংরুমে ঢোকার সুযোগ হয়েছিল। ওদের অনুভূতিটা কেমন ছিল, সেটা দেখতে পেরেছি। আমি বলব যে, আমরা খুব ভাগ্যবান।’



অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর চতুর্থ দল হিসেবে বাংলাদেশ শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছে। ঐতিহাসিক এ জয় নিয়ে মাশরাফির মূল্যায়ন,‘শততম টেস্ট আমরা জিততে পেরেছি। এটা বাংলাদেশের জন্য বিশাল বড় ব্যাপার।’

নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান টাইগার দলপতি। ইনজুরি থেকে ফিরে এ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নড়াইল এক্সপ্রেস। পুরোপুরি সুস্থ্য হয়ে মাঠে নামছেন মাশরাফি। নিজ মুখে এমনটি বললেন তিনি,‘আমি সেরা ফিটনেস নিয়ে খেলার চেষ্টা করছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি।আঙুল নিয়ে কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি।’



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/২০ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়