ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মিশন ডাম্বুলা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশন ডাম্বুলা

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: শ্রীলঙ্কায় সময়টা খুব ভালো যাচ্ছে বাংলাদেশের। শততম টেস্টে জয়ের পর প্রস্তুতি ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স। দুইয়ে মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম বাংলাদেশ।

একই সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সের সূচক উর্ধ্বমুখী হওয়ায় ক্রিকেটারদেরও ক্ষুধা বেড়েছে। সেই ক্ষুধা নিয়ে আজ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের শহর ডাম্বুলায় যাচ্ছে টিম বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গতকাল ম্যাচ শেষে জানিয়েছিলেন, আজ সকাল ৯টায় ডাম্বুলার উদ্দেশ্যে রওণা হবে বাংলাদেশ। ৪ ঘন্টার বাস ভ্রমণে ডাম্বুলা পৌঁছবে মাশরাফি, সাকিব, মুশফিকরা।

 


টেস্ট সিরিজ শেষে পরিবরের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নেন তামিম, সাকিব। দুজনই স্কোয়াডে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আজ ডাম্বালায় পৌঁছে অনুশীলন করবে না বাংলাদেশ। আগামীকাল সফরকারী দল দুপুর ২টায় অনুশীলনে নামবে। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৮ নভেম্বর এই মাঠেই দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে কলম্বোর এসএসসি মাঠে।

 

 

রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/২৩ মার্চ ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়