ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এক-দুই ওভার খেলতে পারলে সাকিবেরও সেঞ্চুরি হয়ে যেত’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এক-দুই ওভার খেলতে পারলে সাকিবেরও সেঞ্চুরি হয়ে যেত’

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে: রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল রান উৎসবে মেতে উঠেছিলেন। দুজন চতুর্থ উইকেট জুটিতে করেছেন ১৪৪ রান। প্রথমবারের মত ওয়ানডে ক্রিকেটে দুজনের শত রানের জুটি হয়েছে।

এর আগে একাধিক অর্ধশত রানের জুটি হলেও এবার শততরানের জুটি হওয়ায় তামিম বেশ রোমাঞ্চিত, ‘এই ম্যাচে আমার ও সাকিবের জুটি হওয়ায় আমি বেশ খুশি। আজ আমাদের এরকম একটি জুটির প্রয়োজন ছিল। আমি কিংবা সাকিব যদি শুরুতে আউট হয়ে যেতাম তাহলে হয়তো ৩২৪ করা কঠিন হয়ে যেত। আমরা দুজনই ভালো খেলেছি। এটা আমাদের নিজেদের কাছেও বিশেষ কিছু।’

তামিম ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেও সাকিব ৭২ রানের বেশি করতে পারেননি। তামিমের সেঞ্চুরির পর সাকিব আল হাসান ৬১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩৩তম হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছার পর দুই ব্যাটসম্যান স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন। বেশি আক্রমণাত্মক ছিলেন সাকিব। ৪৫তম ওভারে লঙ্কান পেসার লাহিরু কুমারার বলে তিনটি বাউন্ডারি হাঁকান ফাইন লেগ, লং অন ও মিড অফ দিয়ে। পরের ওভারের চতুর্থ বলে লং অন দিয়ে লাকমালকে মারেন বিশাল এক ছক্কা। কিন্তু পরের বলেই নিজের উইকেট বিলিয়ে দেন সাকিব। অযথা উইকেটের পেছনে খেলতে গিয়ে টাইমিং মিস করে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন ৭২ রানে। নিজের উইকেট বিসর্জন দিয়ে নিজেই বিরক্ত সাকিব! মাঠেই রাগ ঝাড়েন নিজের ওপর। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় সাকিব ৭২ রানের ইনিংসটি সাজান।

তামিম মনে করেন সাকিব যেই আগ্রাসন দেখিয়ে খেলছিলেন এক-দুই ওভার পেলে সেঞ্চুরি পেতে পারতেন। তার ভাষ্য,‘সাকিবের ইনিংসটি বিশষ কিছু। সাকিবের সঙ্গে আমার খুব ভালো বড় একটা জুটি হয়েছিল।যেভাবে সাকিব খেলছিল এক-দুই ওভার ওভাবে আরও খেলতে পারলে আজসাকিবেরওসেঞ্চুরিহয়ে যেত।’

 

 

রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৬ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়