ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুধু আমি নই, পুরো দলই হতাশ : মাশরাফি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধু আমি নই, পুরো দলই হতাশ : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল। আত্মবিশ্বাসীও ছিল বাংলাদেশ। কিন্তু টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অসাধারণ খেলে সিরিজে সমতা ফিরিয়েছে। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল তৃতীয় ওয়ানডেতে হেরেছে ৭০ রানে। ২৮০ রান তাড়া করে জেতাটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরে যায়। দিনশেষে তাই শুধু অধিনায়ক মাশরাফি নয়, গোটা বাংলাদেশ দলই হতাশ।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘শুধু আমি হতাশ নই, আমার পুরো দলই হতাশ। এখানেই শেষ নয়, খেলা সামনে আরও আছে। সামনে আয়ারল্যান্ডে যাব ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মূল জিনিস হচ্ছে, যে কারণে হারলাম, এই হারের কারণ বের করা এবং সেভাবে কাজ করা। খারাপ-ভালো যেতেই পারে। এমন নজির আছে, প্রথম ১০ ওভার খারাপ করেও ওই দলই জিতেছে। সেই সুযোগ আমরা তৈরিও করেছিলাম। প্রথম ১০ ওভার খারাপ হওয়ার পর বোলিং ইউনিট হিসেবে ঘুরে দাঁড়িয়েছি। প্রথম দুই ম্যাচে দেখেন সেখানে প্রথম ১০ ওভারে খুব ভালো বোলিং করেও পুরো ম্যাচে এভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। যেটা এখানে করতে পেরেছি। এরকম সব সময় হবে না, এটা একটা শিক্ষার জায়গা হতে পারে, যে এখান থেকেও ঘুরে দাঁড়ানো যায়। তিন উইকেট হারানোর পরও সাকিব-সৌম্য যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি এটা ইতিবাচক ছিল। হয়তো এই পরিস্থিতি অনুযায়ী যা দরকার ছিল তা হয়নি। আমি মনে করি, এইখান থেকে ওরা কিভাবে বড় ইনিংস খেলা যায় সেটা শিখবে। মিরাজ প্রথম ৫০ রান করল। ওর নিজের ক্যারিয়ার আর বাংলাদেশের জন্য খুব ভালো হবে এটা। ৮ নম্বরে নেমে যদি কেউ ৫০ করতে পারে সেটা ওয়ানডেতে দলের জন্য অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়।’

এই ম্যাচে হারার প্রভাব টি-টোয়েন্টি সিরিজ কিংবা পরবর্তী সিরিজে পড়বে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আসলে চাপ নেওয়ার কিছু নেই। ওয়ানডে সিরিজ এখানে শেষ। এরপর আমাদের আয়ারল্যান্ডে খেলা। এই সিরিজটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আমার মনে হয় অতিরিক্ত গরম ছিল। এছাড়া এখানে যে ভুলগুলো করেছি ঠিকঠাক করে পরের ম্যাচটা খেলা উচিত।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়