ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাটসম্যানদের দোষ দিচ্ছেন না মাশরাফি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটসম্যানদের দোষ দিচ্ছেন না মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবাল যদি ওভাবে আউট না হতেন। সাব্বির ও মুশফিক যদি শূন্য রানে ফিরে যান যেতেন। মাহমুদউল্লাহ রিয়াদ যদি দায়িত্বশীল একটি ইনিংস খেলতে পারতেন। মোসাদ্দেক যদি নজরকাড়া কিছু করতে পারতেন। তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের ক্রিকেটভক্তদের মনে এমন আক্ষেপ উঁকি দিচ্ছে বার বার। কেউ কেউ তো ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। কিন্তু অধিনায়ক মাশরাফি শুধু ব্যাটসম্যানদের দায় দিতে যাচ্ছেন না।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘শুধু ব্যাটসম্যানদের দায় দিলেও হবে না। আমরা যদি ২৫০ রানে ওদের আটকে রাখতে পারতাম হয়তো ওদের মাইন্ডসেটআপ একটু পরিবর্তন হত। তারপরও আমাদের একটা ভালো শুরু দরকার ছিল, যেন শুরুতেই উইকেট না হারাই। যেন সাবধানে ব্যাট করতে পারি। ওদের দুইটাই সেরা বোলার ছিল। তারপর কিন্তু খেলাটা সহজ ছিল। মাঝে কিন্তু ওরা অনিয়মিত বোলার দিয়ে বল করিয়েছে। কাজটা অনেক সহজ হয়ে যেত, সেটা আমরা করতে পারিনি। যদি পরিকল্পনার কথা বলেন, প্রথম ১০ ওভারে আমরা যা চেয়েছিলাম তা হয়নি। তারপর যদি সব মিলিয়ে দেখেন, আমরা ওই সময়ে যে ২০ রান বাড়তি দিয়েছি, তার গ্যাপ সব সময় থেকে গেছে। যে উইকেট ছিল তাতে ২৮০ করা উচিত ছিল।’

তিনি আরো বলেন, ‘বোলিংয়ে যখন এক-দুইটা ওভার খারাপ গেছে, আমরা ডিফেন্সিভ মুডে গেছি। সে কারণে আরও বেশি সমস্যা হয়েছে। যদি গত দুই ম্যাচের মতো আক্রমণাত্মক থাকতাম। শেষ দুই ম্যাচেও কিন্তু ওরা আক্রমণাত্মক শুরু করেছে। কিন্তু আমরা অ্যাটাকিং থাকতে পারিনি। সেখান থেকেও কিছুটা সরে এসেছিলাম। ব্যাটিংয়েও একই জিনিস। আমরা জানতাম ওদের দুইটাই ভালো বোলার আছে, ওরা নতুন বলে বোলিং করবে। ওদের বলগুলো টিকে গেলে ম্যাচটা খুবই সহজ হয়ে যেতে। প্রথম ১০ ওভারে আমরা প্রায় ৮০ রান দিয়েছি, ওখান থেকে যদি ২০টা রান কমাতে পারতাম। আবার ব্যাটিংয়ে যদি একট বা দুইটাও পড়তো…। মুশফিক আমাদের সব সময়ের সেরা ব্যাটসম্যান। ও যদি থাকতো কাজটা অনেক সহজ হতো।’

বোলারদের বিষয়ে মাশরাফি বলেন, ‘স্পিনে কিছুটা স্লো ছিল উইকেট। মিরাজ ১০ ওভার বোলিং করেছে। মোসাদ্দেক অনিয়মিত হয়েও একটা সময়ে ভালো বোলিং করেছে। সাকিবকে ৮ ওভার বোলিং করিয়েছি। স্পিনাররা তো মেইন মেইন জায়গাতেই বোলিং করেছে। পাঁচ জন বোলার সে সময় বোলিং করেছি। এমন করেছি, এখানে সেখানে বোলিং করার কারণে। শেষ দুই ম্যাচে যেমন ডিসিপ্লিন ছিলাম সেটা করতে পারিনি। শুরুতেই যেটা চাচ্ছিলাম সেটা না হওয়াতে অনেক কিছুর চেষ্টা করা, এটাও একটা কারণ বলতে পারেন। হয়তো যে লেংথে বল করা দরকার ছিল এই উইকেটে তার জাজমেন্ট আমরা ঠিকভাবে করতে পারিনি।’

‘সবাই একটু ক্লান্ত ছিল বলতে পারেন। এটা অজুহাত না, অজুহাত দিয়ে লাভও নাই। গরমে সবাই একটু ক্লান্ত ছিল। সাকিব ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারিনি, ওরও সমস্যা হয়েছে। মিরাজেরও কিছুটা সমস্যা হচ্ছিল। এত গরমে কিছুটা তো ক্লান্ত হয়ই।’



রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়