ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ টাইগারদের

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ টাইগারদের

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। বাকি আছে কেবল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেটি শুরু হবে মঙ্গলবার। টেস্ট ও ওয়ানডে- দুটি সিরিজই হয়েছে ড্র। তবে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ মাশরাফি বাহিনীর।

মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময়ে দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি চ্যানেল।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ চারটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলেও জয় পেয়েছে সবশেষ ম্যাচটিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে। ওই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ২৩ রানের জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের ৮০ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

সেই জয় আর সাম্প্রতিক পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার মাঠে নামবে টিম বাংলাদেশ। তার আগে  জেনে নেওয়া যাক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান :

মোট ম্যাচ: ৫টি

 

জয়: বাংলাদেশ ১টি, শ্রীলঙ্কা ৪টি

 

দলীয় সর্বোচ্চ: বাংলাদেশ ১৮১/৭, শ্রীলঙ্কা ১৯৮/৫;

 

দলীয় সর্বনিম্ন: বাংলাদেশ ৮৩/১০; শ্রীলঙ্কা ১২৩/৭;

 

সর্বোচ্চ রান সংগ্রাহক: সাব্বির রহমান ১০৬ রান, কুশল পেরেরা ১৪৯ রান।

 

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: সাব্বির রহমান ৮০ রান, কুশল পেরেরা ৬৪ রান।

 

বেশি হাফ সেঞ্চুরি: এনামুল হক বিজয় ও সাব্বির রহমান ১টি করে, কুশল পেরেরা ২টি।

 

সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান ৬টি, লাসিথ মালিঙ্গা ৬টি।

 

বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম ২টি, দিনেশ চান্দিমাল ও কুমার সাঙ্গাকারা ১টি করে।




রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/জহির/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়