ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক: টেস্ট সিরিজ ড্র হয়েছে । ড্র হয়েছে ওয়ানডে সিরিজ । এবার কি টি-টোয়েন্টি সিরিজে মীমাংসা হবে?

টি-টোয়েন্টি সিরিজের শিরোপায় চোখ রেখে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

মাঠের লড়াইয়ের আগে দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানে একবার চোখ বোলানো যাক-

৫- দুই দল এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৫ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে ১টিতে।

১- বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে গত বছর এশিয়া কাপে। ২৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।

১৯৮- দুই দলের মুখোমুখি লড়াইয়ে দলীয় সর্বোচ্চ রান ১৯৮। ২০১৩ সালের ৩১ মার্চ পাল্লাকেল্লে স্টেডিয়ামে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ১৮১ রান।

৮৩- দুই দলের মুখোমুখি লড়াইয়ে দলীয় সর্বনিম্ন রান ৮৩ । ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৮৩ রান করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ১২৩।

৬৪- ৬৪ রানে সবথেকে বড় জয় শ্রীলঙ্কার। বাংলাদেশের সবথেকে বড় জয় ২৩ রানের।

১৪৯- ৩ ম্যাচে ১৪৯ রান নিয়ে সবার শীর্ষে রয়েছেন কুশল পেরেরা । বাংলাদেশের সবথেকে বেশি রান সাব্বির রহমানের (১০৬)।

৮০- সর্বোচ্চ ৮০ রানের ব্যক্তিগত ইনিংস সাব্বির রহমানের। দ্বিতীয় সর্বোচ্চ কুশল পেরেরার ৬৪।

৬- কুশল পেরেরা সবথেকে বেশি ছয় মেরেছে। সর্বোচ্চ ৬টি ছয় এসেছে তার ব্যাট থেকে।

৬- সর্বোচ্চ ৬টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা ও মাশরাফি বিন মুর্তজা। ১৩ গড় নিয়ে সাকিব রয়েছেন সবার শীর্ষে।

২- উইকেটের পিছনে দাঁড়িয়ে সর্বোচ্চ ২টি ডিসমিসাল করেছেন মুশফিকুর রহিম।

৫- ফিল্ডিংয়ে সবথেকে বেশি ক্যাচ নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুউস।

৮২- সর্বোচ্চ ৮২ রানের জুটি সাকিব আল হাসান ও সাব্বির রহমানের। ২০১৬ সালের ঢাকায় সবশেষ মুখোমুখিতে চতুর্থ জুটিতে ৮২ রান যোগ করেছিলেন দুই ব্যাটসম্যান।

৪- সর্বোচ্চ ৪টি করে ম্যাচ খেলেছেন দুই দলের ৮ ক্রিকেটার।

৩- অধিনায়ক হিসেবে ৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও দিনেশ চান্দিমাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়