ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘তিনি, বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো প্রতিশব্দের একটি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিনি, বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো প্রতিশব্দের একটি’

ক্রীড়া প্রতিবেদক : অন্য দশটি ম্যাচের মতো সালাম করে মাঠে ঢুকেছিলেন। এক হাতে সাদা কাগজে একাদশ ও স্কোয়াডের নাম লিখা। গুটি পায়ে এগিয়ে গেলেন ২২ গজের ক্রিজের খুব কাছে। যেখানে দাঁড়িয়ে ডিন জোন্স ও উপল থারাঙ্গা। চোখগুলোতে আগের ম্যাচগুলোর মত উচ্ছ্বাস ছিল না। ছিল না প্রাণের সঞ্চার। তবুও দাঁড়িয়ে গেলেন। টস জিতলেন। এগিয়ে গেলেন ডিন জোন্সের সামনে। প্রথাগত কথা শেষ করেই ঘোষণা করলেন,‘এটা আমার শেষ টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের পর অবসরে যাচ্ছি।’

পুরো বাংলাদেশ থমকে গেল! কলম্বোর আকাশও মানতে পারল না তার এমন সিদ্ধান্ত। অঝোরে কাঁদল কিছুক্ষণ! কিন্তু সত্যিই তিনি নিজ মুখে অবসরের ঘোষণা দিলেন। বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক, পেসার ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার কথা।

টি-টোয়েন্টি ক্রিকেট পছন্দের তালিকাতে না থাকলেও দীর্ঘদিন খেলে গিয়েছেন মাশরাফি। দলকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক মাশরাফি এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট নিয়েছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলকেও নেতৃত্ব দিয়েছেন মাথা উচুঁ করে। ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাশরাফির দলের জয় ৯টিতে।

টি-টোয়েন্টিতে মাশরাফির শেষের শুরু মানতে পারছেন না ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে নিয়ে নিজেদের ভালোবাসা, আবেগের কথা জানাচ্ছেন। শেখ সাদী নামের এক ক্রিকেটভক্ত মাশরাফিকে নিয়ে লিখেছেন,‘তিনি জীবন্ত কিংবদন্তি! বাংলাদেশের গৌরব ও ইতিহাস! এই পর্যন্ত ছয়-ছয়বার (সাতবার) অস্ত্রোপচার করে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, সেটা বিরল। গোটা ক্রিকেট ইতিহাসে এমন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না, ছয়টি (সাতটি) অস্ত্রোপচারের পরও ক্রিকেট খেলেছেন।’

দৈনিক মানবকন্ঠের ক্রীড়া সাংবাদিক মামুন হোসেন নিজের ফেসবুকে লিখেছেন,‘আসুন কাঁদি।’

তাওসিফ তান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভাবনা,‘খেলার জন্য অপেক্ষা করতেছিলাম... এইটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি... :(টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফি মুর্তজার... এই সিরিজ শেষে অবসর নেবেন তিনি! যাই হোক টি-টোয়েন্টি নিয়ে অতো ভাবি না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই অবসরটা মাশরাফি গ্রহণ করেনাই... তাঁকে অবসর গ্রহন করানো হয়েছে! আল্লাহই জানেন কি হচ্ছে দলের ভিতরে….।’

ভারতীয় সাংবাদিক সন্দীপণ ব্যানার্জি লিখেছেন,‘আজ আকাশের চোখেও জল।’

পলাশ গাজী নামে মাশরাফি ভক্ত লিখেছেন,‘মলিন এই মুখটাই বলে দেয় দেশের জার্সি খুলে ফেলাটা উনার জন্য কত কষ্টকর!’

সাংবাদিক সাইফ হাসনাত লিখেছেন,‘তিনি, বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো প্রতিশব্দের একটি। বাংলাদেশে তিনি কখনো কখনো ক্রিকেটের চেয়েও বড়। তিনি মাশরাফি বিন মর্তুজা। আমাদের স্বপ্নের নড়াইল এক্সপ্রেস। হয়তো আমাদের সবচেয়ে বড় আফসোসগুলোর একটিও তিনিই। তার অবসরের খবর, স্বভাবতই অনেক ভারি। বহন করা কষ্টকর। কিন্তু এটাই সত্য। টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মাশরাফি।’



রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়