ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাশরাফির আক্ষেপ ওই ৭ ওভার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির আক্ষেপ ওই ৭ ওভার

মাঝে দ্রুত ৪ উইকেট হারানোটাই পোড়াচ্ছে মাশরাফিকে (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : শুরুতেই তামিম ইকবালকে হারানোর পর সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। ৫ ওভার শেষে স্কোর ১ উইকেটে ৫৭। কিন্তু এরপরই হঠাৎ ছন্দপতন।

৬ থেকে ১২, এই ৭ ওভারে ২৮ রান তুলতেই পড়ল ৪ উইকেট। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরল ওই ৭ ওভারের আক্ষেপ।

কলম্বোয় মঙ্গলবার । বাংলাদেশের করা ১৫৫ রান ৪ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমরা প্রথম ৬ ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছি। কিন্তু মাঝখানে অনেকগুলো উইকেট হারিয়েছি। ৬ থেকে ১২ ওভার, এই সময়ে আমরা চার উইকেট হারিয়েছি।’

বাংলাদেশের ২০-২৫ রান কম হয়েছে বলে মনে করছেন অধিনায়ক, ‘এই উইকেটে ১৭৫-১৮০ রান হয়। আমাদের আরো হিসাবি ব্যাটিং করা দরকার ছিল।’

সফরে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও এমনটা আশা মাশরাফির, ‘টেস্টের মতো আমরা ঘুরে দাঁড়াব আবার।’

একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শেষ ম্যাচ বাংলাদেশ জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হবে ড্র। যার অর্থ থাকবে না কোনো সিরিজ জয়ী দল!

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়