ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তামিমকে ছাড়িয়ে গেলেন সাকিব

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমকে ছাড়িয়ে গেলেন সাকিব

তামিম ইকবাল ও সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টিতে রানের দিক দিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সাকিব আল হাসানের রান ছিল ১১৭০। তামিম ইকবালের ছিল ১২০২।

সৌম্য ও ইমরুল আউট হওয়ার পর মাঠে নামেন সাকিব। ৩১ বলে ৪টি চারের সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন। আর এই রানের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান সাকিব। ৫৯ ম্যাচে সাকিবের মোট রান ১২০৮। যেখানে সর্বোচ্চ ৮৪ রান। ৬টি হাফ সেঞ্চুরি থাকলেও কোনো সেঞ্চুরি নেই। অন্যদিকে ৫৬ ম্যাচে তামিমের রান ১২০২। সর্বোচ্চ রান অপরাজিত ১০৩*। ৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ১টি সেঞ্চুরিও রয়েছে তার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৮* ম্যাচে তার সংগ্রহ ৮০৭*। ৩১ ম্যাচ খেলে ৭২১ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন সাব্বির রহমান। ৫৯ ম্যাচে ৭১১ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন মুশফিকুর রহিম।



রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়