ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘জয় দিয়ে শেষ করা সত্যিই অসাধারণ’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জয় দিয়ে শেষ করা সত্যিই অসাধারণ’

ক্রীড়া প্রতিবেদক : আর প্রেমাদাসায় ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সঞ্চালকে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সাকিব আল হাসান। অনেক কথার মধ্যে দলপতি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কথা বললেন সাকিব, ‘দলের জন্য তিনি কতোটা গুরুত্বপূর্ণ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ 

ক্যামেরা তখন খুঁজে বেড়াচ্ছিল মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফিকে পাওয়া গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। আনমনে মাশরাফি কোথায় যেন হারিয়ে ছিলেন! চোখে মুখে প্রাপ্তির আনন্দের সঙ্গে বড় কিছু হারিয়ে ফেলার আর্তনাদ! বোঝা যাচ্ছিল হাজার তারায় আলোকিত রাতের আকাশ দেখেও মন ভরছিল না বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় তারকার।
সাকিবের কিছুক্ষণ পরই এলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের ট্রফি নিয়ে মাশরাফি এলেন সঞ্চালকের সঙ্গে কথা বলতে। অনুমিতভাবেই ক্রিকেটপ্রেমিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল মাশরাফির বিদায়ী বক্তব্যের জন্য। মাশরাফি বেশি কথা বললেন না। শর্টার ফরম্যাটের মতই তার শর্ট বক্তব্য। 

‘জয় দিয়ে শেষ করা সত্যিই অসাধারণ। আশা করছি জয়টা পরবর্তীতে দলকে ভালো করতে উৎসাহিত করবে। দলটিতে আমি দারুণ কিছু সতীর্থ পেয়েছি। ছেলেরা সত্যিই দারুণ। আমি গর্বিত যে আমি এ ধরণের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি। ওদের সবাইকে ধন্যবাদ। আমার দল, সাপোর্টিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমার খারাপ সময়ে আমার পাশে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। পরিবারকে ধন্যবাদ।’

শেষবেলায় দলকে স্বাগত জানাতে ভুল করেননি দলপতি মাশরাফি, ‘ছেলেরা খুবই ভালো করেছে। টেস্ট সিরিজ থেকে শুরু করে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টিতেও সবাই দারুণ চরিত্র প্রকাশ করেছে। এটা আমাদের পরবর্তী সিরিজে ভালো করতে অনুপ্রাণিত করবে।’ 

ধন্যবাদ দিয়েছেন দর্শকদেরও, ‘দর্শকরা সব সময় আমাদের সহযোগিতা করে। আমরা কোথায় খেলছি সেটা মুখ্য নয়। দর্শকদের ধন্যবাদ। আশা করছি আগামীতেও আমরা তাদের সমর্থন পাব।’

মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। ওয়ানডেতেও একই পারফরম্যান্স ধরে রাখার প্রত্যয় মাশরাফির। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৭/ইয়াসিন/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়