ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সহিংস অবরোধের পর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ১০ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহিংস অবরোধের পর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

সহিংস অবরোধ কর্মসূচির পর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।  নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় রোববার অবরোধে সারাদেশে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর ও আগুনের পর রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হরতালের সিদ্ধান্ত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “অবরোধ কর্মসূচিতে সরকারের হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকারের দাবিতে হরতালের সিদ্ধান্ত হয়েছে।” স্থায়ী কমিটির বৈঠকে হরতালের এই সিদ্ধান্তে ১৮ দলীয় জোটের অন্য শরিকরাও সমর্থন দিয়েছে বলে বিএনপি নেতারা জানান। ফখরুল জানান, হরতালের আগের দিন সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ করবে ১৮ দল।

সেন্ট্রাল ডেস্ক: অবরোধে বাধার অভিযোগ তুলে বিএনপির মুখপাত্র বলেন, “আজকের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ হয়েছে অনেকে।”

ফখরুল দাবি করেন, অবরোধে হামলায় সারা দেশে বিএনপি ও জামায়াতের চারজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬ শতাধিক এবং গ্রেপ্তারের সংখ্যা সাড়ে ৪ শতাধিক বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অবরোধে হামলার নিন্দা এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির রোববারের বৈঠকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি সাদেক হোসেন খোকাও অংশ নেন।

বৈঠকে ছিলেন- আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়